বাণিজ্য

মার্কিন নির্বাচনের প্রভাব বিশ্বের তেল ও শেয়ারবাজারে

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এশিয়ায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৩৫ ডলারে নেমে এসেছে। পরে কিছুটা ঘুরে দাঁড়ায় পরিস্থিতি। মার্কিন নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশা তৈরি হওয়ায় দিন শেষে কিছুটা বেড়েছে দাম। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ পরিস্থিতিতে সোমবার (২ নভেম্বর) এশিয়ার বাজারে দিন শেষে তেলের দাম ৩ শতাংশ বাড়ে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ভিত্তিক তেলের দামেও প্রথমে ব্যাপক দরপতন হয়। ৭ শতাংশ কমে ব্যারেল প্রতি দাম ৩৩ দশমিক ৬৪ ডলারে গিয়ে ঠেকে। পরে অবশ্য ৩ শতাংশ বৃদ্ধি পায় দাম। দুপুরের আগে লন্ডনের বাজারে তা কিছুটা বেড়ে মূল্য দাঁড়ায় ৩৮ ডলার।

তেলের দামের মানদণ্ড হচ্ছে ব্রেন্ট ক্রুড তেলের দাম। কিন্তু বছরের শুরুর সময়ের তুলনায় সেই তেলের দাম এখন ৪৫ শতাংশ কম। এ পরিস্থিতিতে বড় বড় তেল কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করছে—বিপি, শেল, কে নেই এই তালিকায়।

অন্যদিকে, দিন শেষে তেলের বাজারের ইতিবাচক প্রভাব দেখা যায় শেয়ারবাজারে। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ডাও জোন্স সূচক বাড়ে ১ দশমিক ৬ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ বাড়ে ১ দশমিক ২ শতাংশ, নাসডাক সূচকটি বাড়ে শূন্য দশমিক ৪ শতাংশ। ইতিবাচক ছিল ইউরোপ ও যুক্তরাজ্যের পুঁজিবাজারও। মঙ্গলবার (৩ নভেম্বর) ইতিবাচক ধারায় রয়েছে এশিয়ার পুঁজিবাজারও। জাপান, চীন, হংকং, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ সব কটি বাজারেই সূচক বেড়েছে।

এদিকে গত ১৯ অক্টোবর জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর সংস্থা ওপেক ও এর সহযোগী জোটের দেশগুলোর মন্ত্রীপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে জ্বালানি তেলের বাজারে ভবিষ্যৎ সরবরাহ নিয়ে আলোচনা হয়। এখন পর্যন্ত ওপেক প্লাসের সিদ্ধান্ত, ডিসেম্বর পর্যন্ত দৈনিক ৭৭ লাখ ব্যারেল জ্বালানি তেল কম উত্তোলন করা হবে। জানুয়ারি থেকে কমানো হবে ৫৮ লাখ ব্যারেল। অবশ্য পরিস্থিতি বাধ্য করলে উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত থেকে তারা সরে আসতে পারে—এমন কথাও বলা হয়।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সালমান শাহ’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর...

দেশে তাপপ্রবাহের আভাস

নিজস্ব প্রতিবেদক : দেশের তিন বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে...

বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে সেচ দিয়ে বন্যার পান...

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর...

ইসরায়েলের নৃশংস হামলা, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ২৮...

বুরহানউদ্দিন রব্বানী’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল...

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের এক...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

বন্ধ করা হবে অবৈধ ইটভাটা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা