নিজস্ব প্রতিনিধি দিনাজপুর: চলতি মাসে ভারত থেকে ১১শ ৪৮ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা।
শনিবার (৩১ অক্টবর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, চলতি মাসে ভারত থেকে এলসিতে আমার কাঁচামরিচ আমদানি হচ্ছে। গত বৃহস্পতিবার বন্দর থেকে প্রতি কেজি কাঁচামরিচ ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে ব্যবসায়ীদের নিকট বিক্রি করেছি। পূজা উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ছিলো, আর সেই কারণে মরিচের দাম বৃদ্ধি হয়েছিল। পোর্ট খোলার পর মরিচের আমদানি স্বাভাবিক হয়েছে। আর কমতে শুরু করেছে কাঁচামরিচর দাম।
হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চলতি অক্টোবর মাসের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত হিলি স্থলবন্দরে কাঁচামরিচ আমদানি হয়েছে ১১শ ৪৮ মেট্রিকটন। আর তা থেকে রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা। বর্তমান হিলি বন্দরে কাঁচামরিচের আমদানি স্বাভাবিক রয়েছে।
সান নিউজ/পিডিকে