নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনা থেকে ৫২,৫০০ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি ইন্ডিগো ওমেগা নামে একটি জাহাজ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: ফের শাহবাগ অবরোধ শিক্ষকদের
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে ৫২,৫০০ টন গম নিয়ে এমভি ইন্ডিগো ওমেগা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এ সময় গমের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০,২০০ টন গম বাংলাদেশে এসেছিলো।
সান নিউজ/এমএইচ