নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসসের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য ঘোষণা করেছে, যা অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বেড়ে ১ হাজার ৪৭৮ টাকা হয়েছে।
আরও পড়ুন: ফের বাড়ল স্বর্ণের দাম
রোববার (২ ফেব্রুয়ারি) নতুন এ দামের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, জানুয়ারি শুরুতে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল অটোগ্যাসের দাম। এরপর গত ১৪ জানুয়ারি অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পুনর্নির্ধারণ করা হয়। আর গত ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয় ৬৬ টাকা ৮৫ পয়সা।
সান নিউজ/এএন