নিজস্ব প্রতিবেদক: চলতি জানুয়ারি মাসেও দেশের বাজারে অপরিবর্তিত রাখা হয়েছে এলপি গ্যাসের দাম। এ সময় প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,৪৫৫ টাকা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসির) সচিব ব্যারিস্টার খলিলুর রহমান স্বাক্ষরিত এক মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে এ মূল্য ঘোষণা করা হয়।
আরও পড়ুন: চলতি মাসেই শৈত্যপ্রবাহের আভাস
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে সারাদেশে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১.১৯ টাকা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭.৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬.৭৮ টাকা।
সান নিউজ/এমএইচ