নিজস্ব প্রতিবেদক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আমদানি করা ৫২,৫০০ টন গম নিয়ে ‘এমভি এনজয় প্রসপারিটি’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের কুতুবদিয়া এলাকায় পৌঁছায়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি বিদেশ থেকে খাদ্যশস্য আমদানির প্রথম চালান।
আরও পড়ুন: বেড়েছে ব্রয়লার মুরগির দাম
এদিকে, আমদানি জাহাজের রক্ষিত গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত এ গম খালাসের কাজ শুরু করা হবে।
এই রক্ষিত গমের মধ্যে সাড়ে ৩১ হাজার মেট্রিক টন চট্টগ্রাম বন্দরেই খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। এ সময় চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।
সান নিউজ/এমএইচ