সংগৃহীত ছবি
বাণিজ্য

দুই বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে বন্ধ থাকার পর অবশেষে ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। তার মধ্য দিয়ে ২ বন্দরের বাণিজ্যিক কার্যক্রমের স্থবিরতা নিরসন হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে এ ২ স্থলবন্দর দিয়ে ৮ ট্রাক কয়লা বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম।

আরও পড়ুন: এলপি গ্যাসের দাম অপরিবর্তিত

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ স্থলবন্দর কড়ইতলী-গোবরাকুড়া বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতীয় কয়লা ইন্দোনেশিয়ার কয়লার চেয়ে ভালো মানের হয় বলে এর দামও ইন্দোনেশিয়ার কয়লা থেকে বেশি। ইন্দোনেশিয়া থেকে কম দামে দেশে কয়লা আমদানি হওয়ায় ভারতের হালুয়াঘাটের ব্যবসায়ীরা কয়লা আমদানিতে আগ্রহ দেখাচ্ছিল না। এর ফলে সর্বশেষ চলতি বছরের এপ্রিলে ভারত থেকে ৯৬৪ টন কয়লা আমদানির পর আমদানি পুরোপুরি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এরপর থেকে এই বন্দরে স্থবিরতা সৃষ্টি হয়। তবে বতর্মানে কয়লার পুরোপুরি মৌসুম চলছে। এ সময় প্রচুর কয়লা বিক্রি হবে এমন আশায় মোট ৯৬ টন ভারতীয় কয়লা আমদানি করা হয়েছে।

তিনি আরও বলেন, আবারও কয়লা আমদানির মাধ্যমে এই ২ বন্দরের স্থবিরতা নিরসন হয়েছে। এখন ব্যসায়ীরা চাইলে এই আমদানি ধারাবাহিকভাবে চলতে থাকবে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

স্থলবন্দরের ব্যবসায়ীরা জানায়, গত বছর ভারত থেকে ২২,০০০ টাকা প্রতি টন কয়লা কেনা হয়েছে। অথচ ইন্দোনেশিয়ার কয়লা ১৬,৫০০ টাকায় কিনেছেন বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা। এই চড়া দামের কারণে হালুয়াঘাটের কয়লা ব্যবসায়ীরা ভারত থেকে কয়লা আমদানি বন্ধ করে দেন। এর পরে গত বছর ১ বার কয়লা আমদানি হলেও আর আনা হয়নি। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ২ বন্দরের সাড়ে ৪ হাজার শ্রমিক বেকার হয়ে যায়।

কড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু জানান, দীর্ঘদিন দেশে কয়লা আমদানি বন্ধ থাকায় এই বন্দরের ব্যবসায়ীসহ শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন কয়লার ভালো মৌসুম চলছে। তবে ভারতীয় কয়লার দাম কমেনি। তবুও অনেক ক্রেতা পাওয়া যাবে এবং লাভের আশায় কয়লা আমদানি শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সময় লাভ না হলে কয়লা আমদানি আবারও বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এমনটি আমরা কখনোই চাই না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে আ’লীগের নেতা নান্নু গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সা...

এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপো...

খাগড়াছড়িতে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে ব্যাপক আ...

নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো পররাষ্...

বাসে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাঁপ...

ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত

জেলা প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রাকচাপায় ইসমাইল বিশ্বাস...

আবদুল হামিদ খান ভাসানী’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের...

তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাও...

গাজায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা