দাম বেড়েছে সয়াবিনের, সঙ্গে পেঁয়াজের ঝাঁজ
বাণিজ্য

দাম বেড়েছে সয়াবিনের, সঙ্গে পেঁয়াজের ঝাঁজ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাজার গুলো ঘুরে দেখা যায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়েছে বিপণনকারী কয়েকটি কোম্পানি। দাম বাড়ানোর বিষয়টি তারা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) দ্রব্যমূল্য পর্যবেক্ষণ সেলকে জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, বিভিন্ন ব্র্যান্ডের তেলের এক লিটারের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) দাঁড়াবে ১১৫ টাকা। পাঁচ লিটারের বোতলের দাম হবে ৫৫৫ টাকা, যা এত দিন ছিল ৫৩০ টাকা। নতুন দামে তেল সরবরাহ শুরু করেছে কোম্পানিগুলো, যদিও এখন সব বাজারে পৌঁছায়নি। তবে খুচরা বিক্রেতারা নতুন দামের খবর পেয়ে পুরোনো তেলও বাড়তি দামে বিক্রি শুরু করেছেন।

এদিকে পেঁয়াজের বাজার এখনো চড়া। পাশাপাশি মাছ-মাংস, সবজিসহ প্রায় সব নিত্যপণ্যের দামও বাড়-বাড়ন্ত। বেড়েছে চালের দামও। নিত্যপণ্যের এমন দামে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।

গত ১৪ সেপ্টেম্বর ভারত হঠাৎ রপ্তানি বন্ধ করে দিলে অস্থির হয়ে পড়ে দেশের পেঁয়াজের বাজার। দাম বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। ৩৫ টাকার পেঁয়াজের দাম হঠাৎ তিনগুণ বেড়ে ১১০ টাকায় গিয়েছিল। সরকারের পদক্ষেপের ফলে দাম কিছুটা কমে ১০০ টাকার নিচে নামলেও দ্বিগুণের চেয়ে অনেক বেশি দামেই বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে দেশি ভালো মানের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ টাকা দরে। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা করে।

শুক্রবার (০২ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজার, খিলক্ষেত, রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতিটি বাজারে শীতের সবজি বাঁধাকপি, ফুলকপি ও শিম অল্প পরিমাণে দেখা মিললেও এসব সবজির দাম বেশ চড়া।

কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজিসহ প্রায় সব সব ধরনের সবজির দামই বাড়তির দিকে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। এছাড়া শশা ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, শিম ১৬০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, করলা ৮০ টাকা, পটল ৬০ টাকা, গাজর ৮০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, টমেটো ১০০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, কাঁচা টমেটো ৬০ টাকা, পুঁইশাকের আঁটি ২০ টাকা, পালন শাক ১৫ টাকা, লাল শাক ১৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

এছাড়া আলু ৪০ টাকা, রসুন ৭০ টাকা, আদা ১২০ টাকা, মুসুর ডাল (দেশি) ১২০ টাকা ও মুসুর ডাল ক্যাঙ্গারু ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে পাকিস্তানি মুরগি ২৫০ টাকা কেজি, বয়লার মুরগি ১২০ টাকা, গরুর মাংস ৬০০ টাকা, ডিম হালি ৪০ টাকা, পোয়া মাছ ২৫০ থেকে ৩০০ টাকা, রিঠা মাছ ১৪০ টাকা, তেলা পিয়া ১১০ থেকে ১২০ টাকা, পাঙ্গাস ১০০ টাকা, কৈ মাছ ১১০ থেকে ১২০ টাকা, ইলিশ (দেড় কেজি ওজনের) কেজি ৯০০ টাকা, এক কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা, রুই মাছ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে চালের বাজারও বাড়তির দিকে। গত এক সপ্তাহে সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে ২শ’ থেকে ৩শ’ টাকা। প্রতি কেজি মিনিকেট ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নাজিরশাইল বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৬৫ টাকা। মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকা কেজি দরে।

যদিও মিনিকেট চালের প্রতি বস্তা (৫০ কেজি) মিলগেট মূল্য ২ হাজার ৫৭৫ টাকা। মাঝারি চাল ৫০ কেজির বস্তার মূল্য ২ হাজার ২৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।

নিত্যপণ্যের দামের এই ঊর্ধগতির কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন খেটে খাওয়া মানুষ। করোনার কারণে তাদের আয় কমে গেলেও ব্যয় কমছে না কিছুতেই। উল্টো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় তারা নিদারুন কষ্টে দিন পার করছেন। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন অনেকে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন দুলাল মিয়া। শুক্রবার ছুটির দিনে বাজার করতে রাজধানীর কারওয়ানবাজারে যান তিনি। সেখানে কথা হয় তার সঙ্গে।

দুলাল মিয়া বলেন, বাজারে সব পণ্যের দামই প্রতিদিন বাড়ছে। নানা অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়ায়। কিন্তু আমাদের তো আয় বাড়ে না। সরকারের উচিত বাজার মনিটরিং জোরদার করা। এমনিতেই করোনায় আমাদের অবস্থা ভয়াবহ। তার মধ্যে নিত্যপণ্যের দাম এভাবে বাড়তে থাকলে না খেয়ে থাকতে হবে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রফিকুল বলেন, বন্যার কারণে ক্ষেত নষ্ট হওয়ায় সবজির সরবরাহ কম। এ কারণে কয়েক সপ্তাহ ধরে চড়া দামে বিক্রি হচ্ছে। তবে আগের সপ্তাহের চেয়ে এখন সবজি বেশি আসছে। কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়ায় পাইকারি বাজারে দাম কমছে না। তাছাড়া শীতের আগাম সবজি সব সময় একটু বেশি দামেই বিক্রি হয়। কয়েকদিন পর পুরোদমে শীতের সবজি বাজারে আসবে তখন দাম কমে যাবে।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ওসমান হাদি গুলিবিদ্ধ: গ্রামের বাড়িতে চুরি, বিএনপি ও শিবিরের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

৪ বার টেন্ডারেও তালতলা-ডহরী খালে সেতু নির্মাণ শুরু হয়নি

ভিত্তিপ্রস্তরের দুই বছরেও মুন্সীগঞ্জের তালতলা-ডহরী খালে স্টিলের বেইলি ব্রিজের...

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা 

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে...

উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে ইইই ফেস্ট অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ইইই (ইলেক...

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, নামাজ আদায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে তার...

নোয়াখালীতে অ্যাডভোকেট আজিজুল হক বকশী স্মরণে নাগরিক শোকসভা‎‎

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি, রাজনীতিক-সমাজ সেবক ও নাগরিক আন...

প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, ৫০ লাখ টাকার মালামাল লুট

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে স্বর...

নোয়াখালীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কর্মকর্তা নিহত

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ও...

ওসমান হাদি গুলিবিদ্ধ: গ্রামের বাড়িতে চুরি, বিএনপি ও শিবিরের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

লক্ষ্মীপুরে গভীর রাতে মাস্ক পরে নির্বাচন কার্যালয়ে আগুন

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোররুমে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা