নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সবজি বাজারে আগুন, কথাটি এখন অতীত। গত সোমবার (৫ আগস্ট) দেমে সরকার পতনের পর থেকেই স্বস্তি ফিরেছে সবজির বাজারে। এ সময় শিক্ষার্থীদের বাজার তদারকি ও পণ্য পরিবহনে চাঁদাবাজি কমে যাওয়ায় এই চিত্র বিরাজমান বলে মন্তব্য করেন ক্রেতারা।
আরও পড়ুন: কমলো ব্রয়লার মুরগির দাম
শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই সকল কিছু দেখা যায়।
রাজধানীর বিভিন্ন বাজারে, পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে (৩০-৪০) টাকা কেজি। যা মাস খানেক আগেও ছিল (৮০-১০০) টাকা। বেগুন ও করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে (৬০-৮০) টাকা, ১ মাস আগেও এ গুলো ১৫০ টাকায় বিক্রি হতো। বরবটি প্রতি কেজি বিক্রি হচ্ছে (৫৫-৬০) টাকায় যা ১ মাস আগেও ১০০ টাকায় বিক্রি হতো। এদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে (২০০-২৫০) টাকা কেজি।
আরও পড়ুন: চিনির দাম কমলো
কিন্তু আলুর দর এখনো স্থিতিশীল রয়েছে। এতে কেজি প্রতি বিক্রি হচ্ছে (৫২-৫৫) টাকায়। আজ দেশি পেঁয়াজ (১১০-১২০) ও অন্য পেঁয়াজ (৯০-৯৫) টাকায় বিক্রি হচ্ছে।
সান নিউজ/এমএইচ