নিজস্ব প্রতিবেদক: সারাদেশে কোটা আন্দোলনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতির পরে সেনাবাহিনীর সহযোগিতায় জনজীবনে পুনঃরায় স্বাভাবিক হতে শুরু করেছে। এমত অবস্থায় বাজারে অন্যান্য পণ্যের গতি-প্রকৃতি স্বাভাবিক না হলেও কয়েক সপ্তাহের ব্যবধানে সবজি, মাছ ও ডিমের দাম পুনঃরায় আগের অবস্থায় ফিরেছে। কিন্তু, এ সময় ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: বাড়ছে না জ্বালানি তেলের দাম
এতে ব্যবসায়ীরা বলেন, সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলন কিছুটা স্বাভাবিক হয়ে এলেও দেশের পাড়া-মহল্লা, হাট-বাজারে আগের থমথমে পরিস্থিতির রেশ আছে। এতে বাজারে মানুষ কম আসছে। এর জন্য বিক্রি কমেছে। এর ফলে পণ্যের সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে।
শুক্রবার (২ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে এ সকর তথ্য পাওয়া যায়।
এ সময় বাজার সংশ্লিষ্টরা বলেন, আজ বাজারে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫ টাকায়, বরবটি প্রতি কেজি ১০০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি (৭০-৮০) টাকায়, পটল প্রতি কেজি (৫০-৬০) টাকায়, মরিচ প্রতি কেজি (১৮০-২০০) টাকায়, চিচিঙ্গা প্রতি কেজি (৬০-৭০) টাকায়, ধুন্দল প্রতি কেজি (৫০-৬০) টাকায়, পেঁপে প্রতি কেজি ৬০ টাকায়, কচুর লতি প্রতি কেজি (৭০-৮০) টাকায়, কচুরমুখী প্রতি কেজি (৭০-৮০) টাকায়, শসা প্রতি কেজি (৬০-৭০) টাকায়, গাজর প্রতি কেজি ১২০ টাকায়, মিষ্টি কুমড়া ও টমেটো প্রতি কেজি (১৫০-১৮০) টাকায়।
আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
বাজারের ১ সবজি বিক্রেতা জানান, বাজারে পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা ২দিন আগেও ছিল প্রতি কেজি (৩০-৪০) টাকা। বরবটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়, যা ছিল প্রতি কেজি ৮০ টাকা। গাজর প্রতি কেজি ১২০ টাকায়, যা ছিল ১৬০ টাকা। শসা বিক্রি হচ্ছে আগের দামেই। এ সময় টমেটোর সিজন শেষ হয়ে যাওয়ায় টমেটোর দাম দিনদিন বাড়ছে। বাজারে টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে (৮০-১০০) টাকায়। কচুর লতি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং কচুর মুখি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়।
এ সময় ১ ক্রেতা বলেন, কিছুদিন আগেও ১ পোয়া কাঁচা মরিচ কিনেছি ৪০ টাকায়, সেটিই আজ কিনলাম ৬০ টাকায়। সকল কিছুর দাম বাড়তি যাচ্ছে, সেখান থেকে ছাড় দেয়নি কাঁচা মরিচও। এখন এটারও এখন বাড়তি দাম। আমার তো মনে হচ্ছে, সপ্তাহের ব্যবধানে এত দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের শক্ত সিন্ডিকেটই দায়ী। তারা অধিক লাভের আশায় ইচ্ছাকৃতভাবেই দাম বাড়িয়েছে।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
ক্রেতাদের এ সকল অভিযোগ প্রসঙ্গে সবজি বিক্রেতারা বলেন, দেশে আন্দোলনের কয়েক দিন বাজারে সকল কিছুর সরবরাহ কম থাকায় সকল ধরনের সবজির দাম অনেক বেশি ছিল। বর্তমানে বাজারে সবজি আসতে শুরু করায় এর দাম কমে অর্ধেকে নেমেছে। কিন্তু, বিক্রি কম হচ্ছে।
সান নিউজ/এমএইচ