নিজস্ব প্রতিবেদক: চলিত অর্থবছরের শেষের দিকে বন্ধের দিন শনিবারও চট্টগ্রাম কাস্টম হাউস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত আমদানি ও রপ্তানিকারকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: তিস্তা প্রকল্পে চীন দীর্ঘদিন ধরে আগ্রহী
বৃহস্পতিবার (২৭ জুন) এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শনিবার এমনিতে কাস্টম সীমিত আকারে খোলা থাকে। তবে এই শনিবার কাস্টমসের সব শাখাই খোলা থাকবে। এ সময় শুল্কায়নসহ কাস্টমসের সকল কাজ করা যাবে।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু জানান, আগামী শনিবার (২৯ জুন) চট্টগ্রাম কাস্টমস হাউস খোলা থাকবে। কিন্তু এই দিন ব্যাংক খোলা থাকবে কি না তা জানা যায়নি।
সান নিউজ/এমএইচ