মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি: ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনে ৭ দিনের ছুটি শেষে চালু হয়েছে দেশের উত্তর সীমান্ত চতুর্দেশীয় তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর।
আরও পড়ুন: সেপটিক ট্যাংকে পড়ে নিহত ২
সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরে সকল প্রকার আমদানি ও রফতানির পণ্য খালাসের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা যায়, দুই বাংলার স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের আলোচনার সাপেক্ষে গত ৮ এপ্রিল সকাল থেকে দীর্ঘ ৭ দিন আমদানি-রফতানি বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দর।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৯
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদুর ফিতর ও বাংলা নববর্ষ থাকার কারণে ৮ এপ্রিল সকাল থেকে বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে বন্দরের সকল কার্যক্রম পূর্বের ন্যায় চালু হয়েছে।
তিনি আরও বলেন, পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধযাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
সান নিউজ/এনজে