তথ্যপ্রযুক্তি ডেস্ক: প্রতিনিয়ত বাড়ছে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা। এক সময়ে শুধুই ফটো শেয়ার করার মাধ্যম হিসেবে ব্যবহার হলেও বর্তমানে ইনস্টাগ্রামের অনেক নতুন ফিচার রয়েছে। পাশাপাশি ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্টও জনপ্রিয় হচ্ছে।
আরও পড়ুন : ইউটিউবে ভিউ বাড়ানোর উপায়
এই অ্যাপে প্রতিদিন ২০ কোটি মানুষ ভিজিট করেন। যার দরুন প্রচুর স্থানীয় ব্যবসায়ী ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট খুলতে শুরু করেছেন।
ইনস্টাগ্রামে কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন জেনে নিন। জেনে নেওয়া যাক কীভাবে ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন-
*প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন
*যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকে তাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে যান
*এবার সেখানে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস অপশনে ট্যাপ করুন
আরও পড়ুন : গুগলের ৩ জিনিসের ম্যাজিক
*এই পেজে সুইচ টু অ্যা প্রফেশনাল অ্যাকাউন্ট অপশন থাকবে
*এটি সিলেক্ট করতে হবে
*এবার বিজনেস অ্যাকাউন্টের জন্য ডেসক্রিপশন বা সংক্ষেপে কিছু বর্ণনা দিতে হবে
*এই ডেসক্রিপশন যতটা আকর্ষণীয় এবং গ্রাহকদের জন্য সুবিধাজনক হব ততই ভালো
*এভাবে খুলে যাবে প্রফেশনাল অ্যাকাউন্ট
সান নিউজ/এএন/এমআর