তথ্যপ্রযুক্তি ডেস্ক: বেশ নাটকীয়ভাবে ওপেনএআইয়ের সিইও পদ থেকে স্যাম অল্টম্যানকে বরখাস্ত করেছিল বোর্ড। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ খোয়ানোর পাঁচদিন পরেই ওপেনএআইয়ে ফিরলেন অল্টম্যান।
আরও পড়ুন: ফোনে দেরিতে চার্জ হওয়ার কারণ
চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত শুক্রবার স্যাম অল্টম্যানকে ওই পদ থেকে অব্যাহতি দিয়েছিল।
অল্টম্যানকে ওপেনএআই থেকে সরিয়ে দেওয়ার পর শুরু হয় নাটকীয়তা। মাঝে একবার জানা গেল, স্যামকে ওপেনএআইয়ে ফিরিয়ে আনা হচ্ছে। পরে জানা গেল, মাইক্রোসফটে যোগ দিতে যাচ্ছেন তিনি।
বুধবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ওপেনএআই জানিয়েছে, আমরা একটি নতুন প্রাথমিক বোর্ডের সঙ্গে ওপেনএআইতে সিইও হিসেবে স্যাম অল্টম্যানকে ফিরিয়ে আনতে নীতিগতভাবে চুক্তিতে পৌঁছেছি।
আরও পড়ুন: গুগল ফটোজে নতুন ফিচার
কোম্পানি জানিয়েছে, বোর্ডের সভাপতিত্ব করবেন সেলসফোর্সের সাবেক সহ-সিইও ব্রেট টেলর। অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন- কোরার সিইও অ্যাডাম ডি'অ্যাঞ্জেলো এবং সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামারস।
অল্টম্যানকে বরখাস্ত করার পর প্রতিষ্ঠানটির প্রায় ৫০০ কর্মী একটি খোলা চিঠি দেয়। চিঠিতে বলা হয়েছে, ‘ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রটিকে বিপদের দিকে ঠেলে দিয়েছে। স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যানের পদত্যাগে প্রতিষ্ঠানের কাজ ও লক্ষ্য বাধাগ্রস্ত হচ্ছে এবং যা প্রতিষ্ঠানকে দুর্বল করছে।’
ওই সময় কর্মীরা দাবি জানান, ওপেনএআই পরিচালনা করার ‘যোগ্যতা’ বোর্ডের নেই জানিয়ে শিগগিরই স্যাম অল্টম্যান ও অন্যদের স্বপদে পুনর্বহালের জন্য।
আরও পড়ুন: ইনস্টাগ্রামে রিলসের নতুন ফিচার
এদিকে স্যাম অল্টম্যান এক্সে এক বার্তায় লিখেছেন, আমি ওপেনএআইকে ভালোবাসি এবং কয়েক দিন ধরে আমি যা করেছি তা এই দল এবং এর মিশনকে একত্রে রাখার স্বার্থে করেছি। তাই আমি ওপেনএআইতে ফিরে আসার অপেক্ষায় আছি।
এসময় অল্টম্যান উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলবে।
গত সপ্তাহে ওপেনএআইয়ের বোর্ড স্যাম অল্টম্যানকে অপসারণ করার সিদ্ধান্ত নেয়। পরে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানও পদত্যাগ করেন। এতে এআই প্রতিষ্ঠানটিতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
আরও পড়ুন: জিমেইলে দুই স্তরের নিরাপত্তা চালুর পদ্ধতি
অল্টম্যানকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বোর্ড সদস্য অ্যাডাম ডি'অ্যাঞ্জেলো, তাশা ম্যাককাউলি, হেলেন টোনার এবং ওপেনএআইয়ের তৃতীয় সহ-প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী ইলিয়া সুটস্কেভার।
এদিকে এক্সে করা এক পোস্টে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানও জানিয়েছেন যে, তিনি ওপেনএআইতে ফিরে আসবেন।
সান নিউজ/টিও