তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনে এখন ইচ্ছামতো স্টিকার বানিয়ে শেয়ার করতে পারবেন। অ্যাপল লঞ্চ করেছে আইওএস ১৭। এই আপডেটটি শুধুমাত্র ২০১৮ বা তার পরে যারা আইফোন ব্যবহার করছেন তারা পাবেন। এই আপডেটের আকর্ষণীয় বিষয় হলো স্টিকার ইমোজি কাস্টোমাইজ করা। এর ফলে ব্যবহারকারী তাদের, পোষা প্রাণী, শিশুর এবং বিভিন্ন ধরণের ছবি গ্রুপ চ্যাটে শেয়ার করতে পারবেন স্টিকার আকারে। মেসেজে পারসোনালাইজড স্টিকার, লাইভ স্টিকার এবং ইমোজি ব্যবহার করতে পারবেন তারা।
আরও পড়ুন : কমল ইন্টারনেট প্যাকেজের মূল্য
স্টিকার তৈরি করার নিয়ম:
> আইওএস ১৭ চালিত আইফোনে মেসেজ অ্যাপ খুলতে হবে।
> স্টিকার অ্যাক্সেস করতে, + আইকনে আলতো ক্লিক দিয়ে মেনু থেকে স্টিকার নির্বাচন করতে হবে।
> স্টিকার আইকনে আলতো ক্লিক দিয়ে নতুন স্টিকার নির্বাচন করে নিতে হবে নিজের মতো স্টিকার তৈরি করতে। এরপর স্টিকারটিকে বার্তায় টেনে এনে ড্রপ করতে হবে।
আরও পড়ুন : স্মার্টফোনেই বিয়ের ফটোগ্রাফি
> আগে তৈরি করা স্টিকার ব্যবহার করতে, স্টিকার ড্রয়ারে ইমোজি আইকনে আলতো ক্লিকে বার্তায় পাঠানোর জন্য স্টিকারটি নির্বাচন করে নিতে হবে।
> একাধিক স্টিকার স্ট্যাক করা যেতে পারে।
সান নিউজ/এসকে/এমআর