তথ্যপ্রযুক্তি ডেস্ক : আগামী ১২ সেপ্টেম্বর অ্যাপলের নতুন আইফোন লাইনআপ আসছে।
আরও পড়ুন : ফোনের কভারের দাগ দূর করুন
জানা যায়, মার্কিন প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটি আইফোন-১৫ প্রো মডেলের দাম ১০০-২০০ ডলার পর্যন্ত বাড়াতে পারে।
সাধারণত টাইটানিয়াম চেসিস ও উন্নত ক্যামেরার কারণে এ দাম বৃদ্ধি হয়ে গ্যাজেট ৩৬০ হচ্ছে।
আরও পড়ুন : ১৪ ইন্টারনেট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
এবার বাজারে আসতে পারে ১৫ সিরিজে মোট ৪টি মডেল। সেগুলো হলো- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স।
বিশ্লেষক লুক ইন বলেছেন, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চেসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহার করার কারণে আইফোন ১৫ প্রোর দাম বৃদ্ধি পাবে। পেরিস্কোপ ক্যামেরা সিস্টেমটি ৫/৬ গুণ বেশি অপটিক্যাল জুম করতে পারবে।
সান নিউজ/এমএ/এমআর