তথ্যপ্রযুক্তি ডেস্ক: দিন দিন বিশ্বব্যাপী উন্নত হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। বিজ্ঞানীরা বলছেন, খুব দ্রুত মানুষের জায়গা দখল করবে কৃত্রিম রোবট। এতে কাজ হারাবে লাখ লাখ মানুষ।
আরও পড়ুন: যুক্তরাজ্যে পাঁচ বাংলাদেশী শিক্ষার্থীর সাফল্য
এমন কোনো কাজ নেই যা এআই পারে না। তবে একটি সেক্টরে ব্যর্থ এই কৃত্রিম প্রযুক্তি কি জানেন?
সেটি হলো রিলিজিয়ন বা ধর্ম। সাম্প্রতিক এক গবেষণায় দাবি করছে এখানে নিযুক্ত কারও চাকরি দখল করতে পারবে না এআই।
প্রতিটি ধর্মে ধার্মিক কাজ পরিচালনার জন্য নানা মানুষের প্রয়োজন হয়। মানুষের জন্য সমাজসেবায় নিয়োজিত অসংখ্য কর্মী তাদের রুটি-রুজি সবটাই এর উপর নির্ভরশীল।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে ই-মেইল লগইন
গবেষণা বলছে, বিশ্বের একাধিক শিল্প বা ইন্ডাস্ট্রি এআই দখল করলেও এই এক ক্ষেত্রে কাজ নিতে পারবে না এআই।
বিশেষজ্ঞরা বলছেন, এআই ধর্মীয় কাজে অংশগ্রহণ করলে মানুষের বিশ্বাস কি করবে? সম্প্রতি দেখা গেছে এক পুরোহিতের তত্ত্বাবধানে বিয়ে করেন এআই দম্পতি। যা নিয়ে তুমুল তর্ক-বিতর্ক চলছে।
অনেকের মতে, এআই ধর্মের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে। সম্প্রতি জাপানের কিয়োটোতে কোডাই-জি বৌদ্ধ মন্দিরে মিন্ডার নামক রোবটের ব্যবহার শুরু হয়েছে। যা দেখতে অবিকল মানুষের মতো।
আরও পড়ুন: টিকটকে টেক্সট পোস্ট ফিচার!
জানা যায়, এ রোবট তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ ডলার। মন্দির দর্শন করতে যান ৩৯৮ জনের একটি সমীক্ষা করা হয়। সেখানে দেখা গেছে মিন্ডার রোবোটের প্রার্থনা শোনেন যারা তারা কম অনুদান দেয়। অন্যদিকে মানব পুরোহিতের প্রার্থনা যারা শুনেন তারা বেশি অনুদান দেয়।
সান নিউজ/এএ