তথ্যপ্রযুক্তি ডেস্ক: প্রতিনিয়তই ব্যবহারকারীদের চাহিদা কারণে আপডেট এবং নতুন ফিচার নিয়ে আসে অন্যতম কমিউনিকেশন এপস হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপ থেকে যে কাউকে পাঠানো যাবে উন্নত মানের ভিডিও।
আরও পড়ুন: এবার টুইট পড়ায় সীমাবদ্ধতা!
ওয়েব বেটা ইনফো জানিয়েছে, এইচডি বা উন্নত মানের ভিডিওর জন্য হোয়াটসঅ্যাপের ভার্সন আপডেট করতে হবে। ভিডিও পাঠানোর আগে দুটি ভিডিও সেটিংস থাকবে, যার মধ্যে স্ট্যান্ডার্ড এবং এইচডি থাকবে।
নতুন ফিচার পেতে হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তাদের হোয়াটসঅ্যাপ বিটা সংস্করণ 2.23.14.10-এ আপডেট করতে হবে। আপনি যদি হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রামের একটি সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনি অবশ্যই এই আপডেটটি পেয়ে গিয়েছেন।
আরও পড়ুন: বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরি!
তবে, এই ফিচার এখনো অ্যাপের সব ভার্সনের জন্য উন্মুক্ত করা হয়নি। এই আপডেটটি বর্তমানে শুধু বিটা সংস্করণে পাওয়া যাবে। এছাড়াও বর্তমান ভার্সনে ছবি পাঠানোর সর্বোচ্চ সীমা ৩০ মেগাবাইট।
সান নিউজ/আর