সান নিউজ ডেস্ক : আবারও কন্যা সন্তানের বাবা হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। ইতোমধ্যে মেয়ের নামও জানিয়েছে তিনি।
আরও পড়ুন : আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
শুক্রবার (২৪ মার্চ) ইনস্টাগ্রামে কন্যার বাবা হওয়ার বিষয়টি জানান তিনি।
জাকারবার্গ ফেসবুকে সদ্যজাত মেয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, অরেলিয়া চ্যান জাকারবার্গ, তোমাকে পৃথিবীতে স্বাগত! তুমি ছোট্ট এক আশীর্বাদ হয়ে এলে।
আরও পড়ুন : সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় একবাহুতে ভর দিয়ে অরেলিয়ার পাশে শুয়ে আছেন তিনি। মেয়েকে তাকিয়ে দেখছেন, চোখমুখে তৃপ্তির হাসি।
আরেকটি ছবিতে দেখা যায়, শিশুটিকে বুকের খুব কাছে জড়িয়ে ধরে আছেন প্রিসিলা।
আরও পড়ুন : আজ ২৫ মার্চ গণহত্যা দিবস
প্রসঙ্গত, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রিসিলা চ্যানের সাথে জাকারবার্গের পরিচয়। তারা ২০০৩ সালে প্রেমে জড়ান। দীর্ঘদিন লিভইন করার পর ২০১২ সালে বিয়ে করেন মার্ক-প্রিসিলা।
২০১৫ সালে এ তারকা দম্পতির প্রথম মেয়ে ম্যাক্সিমা চ্যান জাকারবার্গের জন্ম হয়। ২০১৭ সালে দ্বিতীয় মেয়ে আগস্টের জন্ম হয়। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে স্ত্রীর আবারও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন জাকারবার্গ।
সান নিউজ/এনজে