সান নিউজ ডেস্ক : ‘ওয়েলকাম টু স্মার্টভার’ স্লোগান নিয়ে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতভিত্তিক সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফট এক্সপো-২০২৩।
আরও পড়ুন : টিএমজিবি’র নেতৃত্বে কাওছার-মুরসালিন
বেসিস সফট এক্সপো ২০২৩ উপলক্ষে হল-২, স্টল: এস-৪২ -এ এসে দীপ্ত প্লে অ্যাপ ইনস্টল করলেই ১ মাসের সাবস্ক্রিপশন ফ্রি। এ সুযোগ আগামী রবিবার ( ২৬-০২-২০২৩ পর্যন্ত চলবে)।
দীপ্ত প্লে মূলত বিনোদন অনুষ্ঠানভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। পরিবারের সবার জন্য, সব বয়সী দর্শকের উদ্দেশ্যে নির্মিত হচ্ছে সুস্থ ধারার দীপ্ত অনুষ্ঠান। নতুন নতুন সিনেমা আর সিরিজের মাধ্যমে নতুন ধরনের সব গল্প থাকছে দীপ্ত প্লে অরিজিনালসে।
আরও পড়ুন : অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা স্টিভ জবস’র জন্ম
রোমাঞ্চকর ফিল্ম আর ফ্ল্যাশ ফিল্ম ছাড়াও আগে দেখা যায়নি এমন অদ্ভুত সব সিরিজ নিয়ে হাজির হচ্ছে প্ল্যাটফর্মটি। এছাড়া ছোট গল্পের মতো টানটান শর্ট ফিল্ম আর আনকোরা সব বিদেশী ডাবিং সিরিয়াল থাকছে দীপ্ত প্লেতে। থাকছে দীর্ঘ সিরিজও।
দীপ্ত প্লে মূলত দীপ্ত টিভির একটি অঙ্গ প্রতিষ্ঠান। গত ৭ বছর ধরে দীপ্ত টিভি সব শ্রেণির দর্শকদের জন্য অনুষ্ঠান প্রচার করে আসছে।
সান নিউজ/ডিএইচ/এইচএন