সাননিউজ ডেস্ক: ‘পুষ্পা’ মুভিতে ব্যবহৃত হওয়া রক্ত চন্দনের কাঠ সাইনটিফিক নাম Pterocarpus_Santalinus। আজ আমরা এই রক্ত চন্দন নিয়ে কিছু তথ্য জানাব।
‘পুষ্পা’মুভিটি রক্ত চন্দনের কাঠ (Blood Sandalwood) নিয়ে তৈরি। রক্ত চন্দন অন্ধ্রপ্রদেশের গভীর জঙ্গলে পাওয়া যায়। এক ধরনের বিশেষ চন্দনের গাছ কেটে তার ভিতর থেকে এই কাঠ আনতে হয়। যা খুবই কষ্টসাধ্য। এই কাঠ কোটি-কোটি টাকাতে বিক্রি হয়। বৈজ্ঞানিক ভাষায় এই লাল চন্দনকে Pterocarpus_Santalinus বলা হয়।
এর ব্যবহার সাজার জিনিস ও ওয়াইনে করা হয়। অন্তত ওয়াইন ইন্ডাস্ট্রিতে এই রক্ত চন্দন কাঠের ডিমান্ড অনেক। ভারতের অন্তঃরাষ্ট্রীয় বাজারে ৩০০০ প্রতি কিলো রেটে এর দর শুরু হয়।
পুষ্পাতে দেখানো হয়েছে আল্লু আর্জুন ওরফে পুষ্পা অনেক চেষ্টা করে এই প্রকারের চন্দন কাঠ এক্সপোর্ট করতেন। এই কাজে অনেক বড় বড় লোকেরা যুক্ত ছিলেন। চন্দন কাঠ দুই প্রকারের হয়- লাল ও সাদা। দুটোরই দাম অনেক।
আপনাদের জানিয়ে রাখি, ভারতের অন্তঃরাষ্ট্রীয় প্রকৃতি সংরক্ষণ সংঘ ‘লাল চন্দন’কে বিলুপ্ত প্রায় উদ্ভিদের মধ্যে ফেলেছেন। ২০১৮ সালে তারা জানান এই গাছ ভারতের পূর্ব তটবর্ত্তীয় স্থানে পাওয়া যায়। কিন্তু এর পরিমাণ পৃথিবীর সমগ্র উদ্ভিদ গোষ্ঠীর প্রায় ৫ শতাংশেরও কম।
এই রক্ত চন্দন কাঠকে ভারতের ‘লাল সোনা’ও বলা হয়ে থাকে। ইতিহাস বলছে যে ১৪ দশক ও ১৭ দশকে এই কাঠের ফার্নিচার বানানো হত। এই ফার্নিচার বহুমূল্য হওয়ায় রাজবংশের লোকেরাই মূলত এই ফার্নিচার ব্যবহার করতেন।
সাননিউজ/জেএস