ইউটিউব (ছবি: সংগৃহীত)
টেকলাইফ

ইউটিউব শর্টসে নতুন সুবিধা

প্রযুক্তি ডেস্ক: মোবাইল ফোন গ্রাহকদের জন্য নতুন একটি ইন্টারফেস সুবিধা চালু করেছে ইউটিউব। অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি চালু করেছে ইউটিউব।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগেজেট এক প্রতিবেদনে জানায়, নতুন ইন্টারফেসে দ্রুততার সঙ্গে লাইক বাটনে প্রবেশাধিকারসহ বেশ কিছু নিয়ন্ত্রণক্ষমতা পাবেন ব্যবহারকারীরা। ফলে ইউটিউব ব্যবহার আরও সহজ এবং আনন্দদায়ক হবে।

অতীতে অ্যান্ড্রয়েড কিংবা আইওএসে ফুলস্ক্রিনে ভিডিও দেখার সময় লাইক-ডিসলাইক, শেয়ার ও প্লে-লিস্টে অ্যাড করার বাটন দেখতে হলে স্ক্রিন ছোট করা লাগতো। অর্থাৎ, ফুলস্ক্রিন থেকে বের হলে এ অপশনগুলো পাওয়া যেত। যে কারণে ব্যবহারকারীদের অনেকেই বিরক্ত হতেন। বিরক্তি থেকে মুক্তি দিতেই এবার নতুন ইন্টারফেস চালু করেছে ইউটিউব।

এনগেজেট আরও বলছে, এখন থেকে ফুলস্ক্রিনে থাকলেও বাটনগুলো পাওয়া যাবে। ব্যবহারকারীরা ফুলস্ক্রিনে ভিডিও দেখার সময় ভিডিওর ওপর চাপ দিয়ে নিচের দিকে এসব বাটন দেখতে পাবেন। শুধু তাই নয়, ভিডিও চলার সময় যেকোনও বাটনের কাজও করা যাবে। এর কারণে ভিডিও থামবে না।

এছাড়া কমেন্টের ক্ষেত্রেও ইউটিউবে এ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। কমেন্ট পড়তে হলে ভিডিওর ওপর চাপ দিয়ে কমেন্ট বাটনে ক্লিক করলে পাশেই কমেন্ট অপশন আসবে। সেখান থেকে ভিডিও দেখার পাশাপাশি কমেন্টও পড়তে পারবেন ব্যবহারকারীরা।

আরও পড়ুন: কাঁচের মতো স্বচ্ছ ফোন আনবে নোকিয়া

গুগলের মুখপাত্র অ্যালিসন টোহ বলেন, সোমবার (৩১ জানুয়ারি) থেকে ইউটিউবের নতুন ইন্টারফেস পাওয়া শুরু করেছেন অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা