প্রযুক্তি ডেস্ক: টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি পদত্যাগ করেছেন।
সোমবার (২৯ নভেম্বর) রাত ৯টা ৪৮ মিনিটে টুইট করে তিনি এ তথ্য জানান।
টুইটে একটি ইমেইলের স্ক্রিনশট যুক্ত করে ডরসি লিখেছেন, আমি নিশ্চিত নই আপনারা শুনেছেন কিনা, কিন্তু আমি টুইটার থেকে পদত্যাগ করেছি।
ডরসির ওই ইমেইলে পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পরে জ্যাক ডরসির পদে পরাগ আগরওয়ালকে ২০২২ সাল পর্যন্ত টুইটারের সিইও এবং বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত করে পরিচালনা পর্ষদ।
আগরওয়াল ২০১৭ সাল থেকে টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন।
সান নিউজ/এফএইচপি