সান নিউজ ডেস্কঃ ডায়াবেটিস রোগীদের জন্য গ্লুকোজের পরিমাণ মাপার মেশিন নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল স্মার্টওয়াচ। ধারণা করা হচ্ছে, অ্যাপল এমন একটি প্রযুক্তি বের করা নিয়ে কাজ করে যাচ্ছে।
জানা যায়, রক্তের স্যাম্পল ছাড়াই সেন্সরের মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা যাবে এই স্মার্টওয়াচের মাধ্যমে। তবে সচেতন রোগীর জন্য ডাক্তারের পরামর্শের কোনো বিকল্প নেই।
অনেকের দাবি, আগামী বছরের মধ্যেগ্লুকোজের পরিমাণ মাপার মেশিন বাজারে নিয়ে আসবে।
ডেক্সকম গ্লুকোজের পরিমাণ নির্ণয়ের জন্য অ্যাপলের অ্যাপটির নকশা করেছে। যা নিরনয় করতে সময় লাগবে পাঁচ মিনিট এবং বিশ ফুট দূরত্বে থাকা অ্যাপল ফোনেও চলবে এ অ্যাপটি।
সান নিউজ/এমএইচ