সান নিউজ ডেস্ক: ভারতে নির্বাসিত আলোচিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনকে ফের নিষিদ্ধ করলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
এর আগেও চলতি বছরের ১৬ মার্চ ফেসবুক তসলিমা নাসরিনকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করে। এবার তাকে নিষিদ্ধ করা হয়েছে সাত দিনের জন্য।
সোমবার (১ নভেম্বর) টুইটারে দেয়া এক টুইটে খবরটি তিনি নিজেই জানান।
তসলিমা টুইটে ক্ষোভ জানিয়ে লিখেন, সত্যি বলার জন্য ফেসবুক আমার অ্যাকাউন্ট সাতদিন নিষিদ্ধ করে দিলো।
তসলিমা মনে করেন, বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক ঘটনার বিরুদ্ধে ফেসবুকে তিনি সরব ছিলেন। দুর্গাপূজা চলাকালীন বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনার সমালোচনা করেছিলেন তিনি। হতে পারে এজন্যই ফেসবুক তার অ্যাকাউন্ট সাত দিনের জন্য ব্লক করে দিয়েছে।
২০১৫ সালেও একবার তার অ্যাকাউন্ট ব্লক করে ফেসবুক।
সান নিউজ/এফএইচপি