সান নিউজ ডেস্কঃ এবার হোয়াটসঅ্যাপেও আসছে মেসেজ রিয়েকশন সেটিংস। গত মাস ধরে এই ফিচারের ওপর কাজ করছিল সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একটি নতুন বিটা ভার্সন লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপে। খুব শিগগির এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। এটির রোল আউট প্রক্রিয়া শুরু করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, নতুন মেসেজ রিয়েকশন ফিচারে দুটি কন্ট্রোল বাটন থাকবে। একটি টগল বাটন যার মাধ্যমে মেসেজ রিয়েকশনের যে নোটিফিকেশন আসবে সেগুলো চালু অথবা বন্ধ করা যাবে। আর দ্বিতীয় অপশনটির মাধ্যমে ব্যবহারকারী মেসেজ রিয়েকশনের সাউন্ড বেছে নিতে পারবেন। এই ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সনেই পাওয়া যাবে।
সান নিউজ/এমএইচ