অবশেষে গেমিং পিসি আনতে যাচ্ছে অ্যাপল। ম্যাক অপারেটিং সিস্টেমের এ পিসিগুলো হবে গেমিংয়ের জন্য বিশেষভাবে তৈরি। চলতি বছরই বাজারে আসতে পারে ই-স্পোর্টস কেন্দ্রিক উচ্চ-মান সম্পন্ন ওই ম্যাক।
তাইওয়ানের ইকোনমিক ডেইলির প্রতিবেদনে জানা যায়, প্রথমবারের মতো গেমিং পিসি শিল্পে আসছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বার্ষিক ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে’(ডব্লিইউডব্লিইউডিসি) ওই ম্যাকটি উন্মোচন করা হতে পারে। তবে গেমিং ম্যাকটি ডেস্কটপ হবে নাকি ম্যাকবুক প্রো তা আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি।
ইতিমধ্যে গত সেপ্টেম্বরে ‘অ্যাপল আর্কেড’ সাবস্ক্রিপশন পরিসেবা দিয়ে গেমিং শিল্পে প্রবেশ করেছে অ্যাপল। নির্দিষ্ট পরিমাণ মাসিক ফির বিনিময়ে পরিবারের ছয় জন সদস্য মিলে ওই সাবস্ক্রিপশন সেবা ব্যবহার করা যায়। সাবসক্রাইবড গ্রাহকরা আইফোন, আইপ্যাড, অ্যাপল টিভি এবং ম্যাক সিস্টেমে গেম খেলতে পারবেন।
ইকোনোমিক টাইমসের প্রতিবেদন বলছে, বড় পর্দার ওই গেমিং ল্যাপটপ বা অল-ইন-ওয়ান ডেস্কটপের দাম ধরা হতে পারে পাঁচ হাজার ডলার। এ ছাড়াও তিনটি ব্যাক ক্যামেরার আইফোন তৈরির কাজও করছে অ্যাপল।