সান নিউজ ডেস্কঃ শ্রবণশক্তি, শরীরের তাপমাত্রা এবং ভঙ্গি পর্যবেক্ষণের মতো স্বাস্থ্য সংক্রান্ত সরঞ্জাম মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের এয়ারপডগুলোতে রাখার চেষ্টা করছে।
এয়ারপডসে স্বাস্থ্য এবং সুস্থতার নানা ফিচার যুক্ত করার ব্যাপারে সংস্থাটি ভাবছে। ২০২২ সালের আগে ফিচারগুলো দেখা যাবে না।
এ ব্যাপারে অ্যাপল কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কলের ক্ষেত্রে এ সময়সীমা আরও কম, এয়ারপডস প্রো সচল থাকে সাড়ে তিন ঘণ্টা। এত অল্প সময় স্বাস্থ্য পরিধেয়র জন্য আদর্শ নয় বলেই মন্তব্য করেছে বিশেষজ্ঞরা।
সান নিউজ/এমএইচ