সান নিউজ ডেস্কঃ বৈশ্বিক ইলেকট্রনিক চিপ সংকটের জেরের খবরে অ্যাপলের শেয়ার দরে ধস নামলো। এ কারনে আইফোন ১৩’র উৎপাদন প্রায় ১০ মিলিয়ন ইউনিট কম হতে পারে।
জানা যায়, এ খবর প্রকাশের পর অ্যাপলের শেয়ার দর পড়ে গেছে ১ দশমিক ৩ শতাংশ। একই সঙ্গে চিপ নির্মাতা ব্রডকম এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টসের শেয়ারও পড়েছে ১ শতাংশ।
করোনা মহামারীর ধাক্কায় সারাবিশ্বেই চিপের যে সংকট দেখা দেয় তার ধাক্কা লেগেছে অ্যাপলের মতো জায়ান্ট কোম্পানিগুলোর উৎপাদনে। এর প্রভাবে তারা সময় মতো কাঙ্ক্ষিত পণ্যের সরবরাহ করতে পারছে না।
সান নিউজ/এমএইচ