নিজের দেশ থেকে সরদ দপ্তর সড়িয়ে নিতে যাচ্ছে সামাজিক যোগাযেগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় অ্যাপস টিকটিক। সম্প্রতি গোয়েন্দাবৃত্তিতে জড়িত সন্দেহে চীনা অ্যাপগুলো নিয়ে আপত্তি তুলেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশ। আর তাই চীনের বাইরে অন্য কোনো দেশে নিজেদের নতুন সদর দপ্তর তৈরির জন্য অফিস খুঁজছে টিকটক।
চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটিকের নিজস্ব কোনো অফিস নেই বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়। বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বাইটড্যান্সের অফিস থেকে টিকটকের কাজকর্ম পরিচালিত হচ্ছে।
এমন অবস্থায় নিজেদের নামের সঙ্গে 'চীনা কোম্পানী' শব্দটিই মুছে ফেলতে চায় তারা। আর এ জন্য নিজেদের সদর দপ্তরের ঠিকানা পরিবর্তন করে চীনের বাইরে স্থায়ী সদর দপ্তর চালু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েে উঠেছে প্রতিষ্ঠানটির কাছে।
জানা গেছে, নতুন সদর দপ্তর তৈরির ক্ষেত্রে টিকটকের পছন্দের তালিকায় সবার ওপরে আছে সিঙ্গাপুর, লন্ডন এবং ডাবলিনের মতো শহরের নাম।