সান নিউজ ডেস্কঃ বাল্ক মেসেজ আদান-প্রদানের কারণে মোট ২০ লাখ ৭০ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করলো হোয়াটসঅ্যাপ। মোট ৪২০টি অভিযোগের মধ্যে ২২২টি অ্যাকাউন্ট নিষিদ্ধকরণের আবেদন বলে জানা গেছে। বাকি ১০৫টি অ্যাকাউন্ট সাপোর্ট, ৩৪টি অন্যান্য সাপোর্ট, ৪২টি প্রোডাক্ট সাপোর্ট ও ১৭টি নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪১টি অ্যাকাউন্টের সমস্যা সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আর বাকিগুলো নিষিদ্ধ করেছে।
এর আগে ৪৬ দিনে ৩০ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে ৯৫ শতাংশ অ্যাকাউন্টই নিষিদ্ধ করা হয় কেবল অটোমেটেড ও বাল্ক মেসেজিংয়ের কারণে।
সান নিউজ/এমএইচ