সান নিউজ ডেস্ক: অনিবন্ধিত মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সংস্থাটি জানায়, অবৈধ হ্যান্ডসেট উৎপাদন, আমদানি, কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে কেনার অনুরোধ করে বিটিআরসি জানান, নতুন ফোন কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠিয়ের স্মার্টফোনের বৈধতা যাচাই করুন।
বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা বা কেনা কিংবা উপহার পেলে সেটা ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
সান নিউজ/এমএইচ