সান নিউজ ডেস্ক: ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে হোয়াটসঅ্যাপ নতুন ৪ ফিচার নিয়ে আসছে। এসব ফিচার অ্যাপটিকে সমৃদ্ধ করবে বলে ধারণা নির্মাতাদের। চলুন নতুন এই ফিচারগুলো সম্পর্কে জেনে নেই।
ডিসঅ্যাপিয়ারিং চ্যাটে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে এই ফিচার ব্যবহার করা যাবে।
নতুন গ্রুপ আইকন এডিটর অপশন নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। যে কোনও গ্রাহক দ্রুত কোনও গ্রুপের আইকন তৈরি করে ফেলতে পারবেন। আইকনে ব্যাকগ্রাউন্ড কালার পছন্দ করা যাবে।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাই-রেজোলিউশন ছবি ও ভিডিও পাঠানোর সুবিধা আসছে। ইতিমধ্যেই, বেটা ভার্সনে এই ফিচার দেখা গিয়েছে। ছবি ও ভিডিও পাঠানোর সময় ‘বেস্ট কোয়ালিটি’ ও ‘ডেট’ মোড দেখতে পাবেন গ্রাহকরা।
যে কোনও ছবিকে স্টিকার হিসেবে পাঠাতে পারবেন গ্রাহকরা। এখন বেটা ভার্সনে এই ফিচার ব্যবহার করা যাচ্ছে।
সান নিউজ/এমএইচ