সান নিউজ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত ব্যবহার করলে স্লো হয়ে পড়ে। এন্ড্রয়েড স্মার্টফোনগুলোর স্পিড অনেকটাই নির্ভর করে ব্যবহারকারীর ব্যবহারের ধরন আর ফোনের সেটিংসের উপর। স্মার্টফোন ব্যবহারের কিছু নিয়ম অনুসরণ করলে আর কিছু সেটিংস পরিবর্তন করে আমরা ফোনের স্পিড বাড়াতে পারি। আমরা স্লো স্মার্টফোনকে সুপার ফাস্ট করার উপায় সম্পর্কে জানবো।
- স্মার্টফোনের ব্যবহৃত অ্যাপস আপডেট রাখতে হবে।
- অপারেটিং সিস্টেম সবসময় আপডেট রাখতে হবে।
- অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করে দিতে হবে।
- অ্যাপ এর ক্যাশ ডিলিট করে করতে হবে।
- ক্রোম, ফেসবুক, ইন্সটাগ্রাম, মেসেঞ্জার ইত্যাদি অ্যাপ ফোনের ক্যাশ (Cache) ডেটাগুলো ক্লিয়ার করতে হবে।
- ইন্টারনাল স্টোরেজ যথাসম্ভব খালি রাখতে হবে।
- ফোনের ইন্টারনাল স্টোরেজ খালি রেখে মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করা ভালো।
- লাইভ ওয়ালপেপার ও উইজেটস ব্যবহার এড়িয়ে চলুন
- অটো-সিনক বন্ধ করে দিন
- ডাটা সেভার মোড ব্যবহার করুন
- ওয়াইফাই কানেকশন অপটিমাইজ করুন
- টাস্ক কিলিং মাত্রা রেখে করুন
- দূর্বল ব্যাটারি বদলে ফেলুন
- ফোন রিস্টার্ট করুন
সান নিউজ/এমএইচ