নিজস্ব প্রতিবেদক: দৈনিক অনলাইন নিউজ পোর্টাল এবং অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আরও ২৩ নিউজ পোর্টাল ও ৬২ দৈনিক নিউজ পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয় এসব পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করেছে।
পৃথক আদেশে বলা হয়, সরকারি বিধি অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেওয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার গত বছর থেকে অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া শুরু করে। তখন প্রথম ধাপে ৩৪ ও পরে ৫১ অনলাইন পোর্টাল এবং ৯২ দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।
সাননিউজ/এমআর