সান নিউজ ডেস্কঃ ব্যক্তিগত ছবি কিংবা তথ্য চুরি হওয়া কোনো বিরল ঘটনা নয়। যে কেউ যেকোনো সময় সম্মুখীন হতে পারে এ সমস্যার। তবে কয়েকটি সাধারণ বিষয় মনে রাখলেই মুক্তি পাওয়া যাবে এমন ঝুকি কিংবা সমস্যা থেকে। চলুন দেখে নেয়া যাক এমন কিছু টিপস :
থার্ড পার্টি থেকে কিছু ডাউনলোড করা যাবে না। কোনো অ্যাপ ডাউনলোড করতে হলে তা অবশ্যই গুগ্ল প্লে-স্টোর থেকেই করুন।
সহজ পাসওয়ার্ড দেয়া যাবে না। অক্ষর-সংখ্যা-চিহ্ন মিলিয়ে মিশিয়ে তৈরি করা পাসওয়ার্ড অনেক বেশি নিরাপদ। এমন পাসওয়ার্ড বানিয়ে নিন ফোন আনলক করার জন্য।
অ্যাপ ডাউনলোড করার সময়ে ‘টার্ম অ্যান্ড পারমিশন’-এর লম্বা তালিকা আসলে সেই তালিকায় কী কী লেখা আছে, ভালো করে পড়ে নিন। অ্যাপটি আপনার ম্যাসেজ বা ফোনে থাকা ছবির ফোল্ডার দেখার অনুমতি চাইছে কিনা সে ক্ষেত্রে সাবধান হতে হবে।
সান নিউজ/এমএইচ