সান নিউজ ডেস্ক: আইওএস ১৪ এবং আইওএস ১৫-তে থাকা ‘জিরো-ডে’ তিন ত্রুটির কারণে লাখো আইফোন এখন ঝুঁকির মুখে রয়েছে বলে মনে করছেন এক গবেষক।
তার দাবি, অ্যাপলকে ত্রুটিগুলো সম্পর্কে কয়েক মাসে আগেই জানানো হলেও অ্যাপল এ বিষয়ে সমাধানের ব্যবস্থা না নেয়ায় সেগুলোকে প্রকাশ্যে আনা হল।
তিনি আরও বলেন, ‘চলতি বছরের ১০ মার্চ থেকে ৪ মে-এর মধ্যে চারটি জিরো ডে ত্রুটির বিষয়ে অভিযোগ করি। এ পর্যন্ত সর্বশেষ আইওএস সংস্করণ (১৫.০) এ তিনটি ত্রুটি বহাল তবিয়তে রয়েছে এবং আইওএস ১৪.৭ সংস্করণে একটি ত্রুটি ঠিক করা হয়েছে।
এরপরেও অ্যাপল এ বিষয়টি গোপন করতে চেয়েছে এবং সিকিউরিটি কন্টেন্ট পেজে তালিকাভুক্ত করেনি বলে জানান তিনি।
সান নিউজ/এমএইচ