নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের নির্দেশে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেও স্থগিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অনিবন্ধিত পোর্টালের তালিকা না পাওয়ায় বন্ধ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বন্ধ প্রক্রিয়াটি শুরু করা হয়। বিকেল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ দেশের বেশ কিছু নিউজ পোর্টাল বন্ধ দেখাচ্ছিল। নিবন্ধিত হওয়ার পরও বিডিনিউজ দেড় ঘণ্টা বন্ধ ছিল।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়ের কাছে অনিবন্ধিত পোর্টালের কাছে তালিকা চাওয়া হয়। কিন্তু সময়মতো তালিকা পাওয়া যায়নি।
মোস্তাফা জব্বার বলেন, বন্ধ হয়ে যাওয়া পোর্টালগুলো খুলে দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয় আগামী তিনদিনের মধ্যে তালিকা দেওয়ার কথা বলেছে। তালিকা পেলেই পুনরায় বন্ধের প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি।
১৪ সেপ্টেম্বর হাইকোর্ট এক সপ্তাহের মধ্যে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেন। এই নির্দেশে মঙ্গলবার দুপুর থেকে নিজস্ব তালিকা ধরে সাইট বন্ধের প্রক্রিয়া শুরু করে বিটিআরসি।
সাননিউজ/এমআর