সান নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে চালকদের জন্য পেনশন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার টেকনোলজিস। যুক্তরাজ্যের সব যোগ্য চালকদের এই সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সিলিকন ভ্যালি কোম্পানিটি জানায়, চালকদের উপার্জনের ৩ শতাংশ পেনশন হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে উবারের। অন্যদিকে নিজের উপার্জিত অর্থের কমপক্ষে ৫ শতাংশ পেনশন পরিকল্পনায় জমা রাখতে পারবেন চালকরাও।
এর আগে ব্রিটেনের প্রায় ৭০ হাজারের বেশি তালিকাভূক্ত চালকের নাম পুনর্বিন্যাস্ত করে উবার। সেসময় চালকদের জন্য ন্যূনতম মজুরি, ছুটিতে বেতন এবং পেনশন দেওয়ার কথাও ঘোষণা করে সংস্থাটি। এই সিদ্ধান্তের ফলে উবার চালকরা ন্যূনতম মজুরি পাবেন, যা প্রতি ঘণ্টায় ৮ দশমিক ৭২ পাউন্ড।
সান নিউজ/এমএইচ