নিজস্ব প্রতিবেদক: স্মার্টফোন ও ছোট আকারের ইলেকট্রনিক যন্ত্রের ব্যাটারির চার্জার একই ধরনের তৈরির প্রস্তাবে আপত্তি জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটি মনে করছেন, এ পদক্ষেপ প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনীকে ক্ষতিগ্রস্ত করবে।
প্রতিষ্ঠানটি জানায়, "আমাদের আশঙ্কা এক ধরণের চার্জার তৈরিতে কড়া বাধ্যবাধকতা থাকলে তা উদ্ভাবনকে উৎসাহিত করা বদলে ব্যহত করবে, যার ফলে ইউরোপ এবং সারাবিশ্বের গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন।"
এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে স্মার্টফোন ও ছোট আকারের ইলেকট্রনিক যন্ত্রের ব্যাটারির চার্জার একই ধরনের তৈরি করতে হবে বলে জানান ইউরোপিয়ান কমিশন।
সংস্থাটি মনে করছেন, নতুন যন্ত্র কেনার পর গ্রাহকরা পুরনো চার্জার ব্যবহার অব্যাহত রাখবে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী যেসব ডিভাইসের জন্য একই ধরণের চার্জার থাকতে হবে, সেগুলো হল: স্মার্টফোন, ট্যাবলেট, ক্যামেরা, হেডফোন, পোর্টেবল স্পিকার, হাতে ধরে ব্যবহার করারর ভিডিও গেম কনসোল। তবে ইয়ারবাড, স্মার্ট ওয়াচ এবং ফিটনেস ট্র্যাকারকে এই তালিকার অর্ন্তভুক্ত করা হয়নি।
সান নিউজ/এমএইচ