সান নিউজ ডেস্কঃ ছবি তোলা ও এডিটের পাশাপাশি বর্তমান সময়ে মোবাইলে ভিডিও এডিট করার মাত্রাও বৃদ্ধি পেয়েছে। কম সময়ে নিজের ধারণকৃত ভিডিও এডিটিংয়ে এখন প্রযুক্তি বাজারে বিভিন্ন অ্যাপ রয়েছে। চলুন জেনে নেয়া যাক সেরা অ্যাপ সম্পর্কে-
• পাওয়ার ডিরেক্টর: এই অ্যাপসে ফোর-কে রেজোলিউশনের ভিডিও পর্যন্ত সহজেই এডিট করা সম্ভব।
• ইনশট: নিজের ইচ্ছা মতো খুব বেশি কিছু করা যায় না এতে। মূলত নেটমাধ্যমে ভিডিও দেয়ার জন্য এই অ্যাপটি বেশি ব্যবহার করেন অনেকে।
• অ্যাকশন ডিরেক্টর: এই অ্যাপসে খুব সহজেই ভিডিও কাটা এবং জোড়া যায়।
• গোপ্রো কুইক ভিডিও এডিটর: ছোট ভিডিও এডিট করতে এর জুড়ি নেই। যারা শুধু নেটমাধ্যমের জন্য ভিডিও বানাতে চান, তারা এটি ব্যবহার করতে পারেন।
সান নিউজ/এমএইচ