সান নিউজ ডেস্কঃ চীনের সংক্ষিপ্ত ভিডিও অ্যাপস ডুয়িং, যা চীনে টিকটক ভার্সন হিসেবে পরিচিত। এবার সেই টিকটক ভার্সনটি ব্যবহারে নতুন নিয়ম জারি করেছে। নতুন এ নিয়মে ১৪ বছরের নিচে ব্যবহারকীরা ৪০ মিনিটের অধিক টিকটক ব্যবহার করতে পারবে না। এর মাধ্যমে অযাচিত ভিডিও রোধ করা যাবে বলে জানিয়েছে অ্যাপসটির কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ুথ মুডের মাধ্যমে চৌদ্দ বছরের নিচে যারা রয়েছে তারা দিনে মাত্র ৪০ মিনিট টিকটক ব্যবহারের সুযোগ পাবে। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই সময়ের মধ্যে ৪০ মিনিটের জন্য তাদের টিকটক ব্যবহার করতে হবে।
তরুণদের সুরক্ষায় এমন পদক্ষেপ টিকটকের ইতিহাসে সবচেয়ে কঠিন বলে জানান ডুয়িং। চলতি বছর চীনা কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারে নতুন নীতিমালা আরোপ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সান নিউজ/এমএইচ