সান নিউজ ডেস্কঃ গুগলকে ১৭৭ মিলিয়ন ডলার অর্থাৎ দেড় হাজার কোটি টাকার বেশি জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জরিমানার বিষয়টি জানিয়েছে কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন।
বিশ্বে ৮০ শতাংশ মোবাইল ফোনে গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। জনপ্রিয় এই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমটি যাতে স্থানীয় স্মার্টফোন নির্মাতারা মডিফাই করতে না পারে, তার সব ব্যবস্থা করে রেখেছে গুগল। আর দক্ষিণ কোরিয়ার আপত্তি এখানেই।
দক্ষিণ কোরিয়া নতুন আইন পাস করে যা ১৪ সেপ্টেম্বর কার্যকর হয়। সেই আইনের আওতায় জরিমানা করা হয়েছে গুগলকে।
সান নিউজ/এমএইচ