নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালের মধ্যেই তৃতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৯৩ কোটি ১৬ লাখ টাকা।
প্রকল্পটিতে বিএসসিসিএল নিজস্ব তহবিল থেকে ৩০০ কোটি ৮৩ লাখ টাকার যোগান দেবে। আর বাকি ৩৯২ কোটি ৩৩ লাখ টাকার যোগান দেবে সরকার।
প্রকল্পের অংশ হিসেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ SMW-6 কনসোর্টিয়ামের 11 & ASC কর্তৃক চূড়ান্ত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ চুক্তি (C&MA) এর খসড়ার অনুমোদন দিয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই খসড়া অনুমোদন দেয় বিএসসিসিএল।
কোম্পানি সূত্রে জানা গেছে, বৈঠকে কনসোর্টিয়ামের নির্বাচিত ঠিকাদারের সঙ্গে সরবরাহ চুক্তি স্বাক্ষরের জন্য অনুমোদন দেয়া হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাবমেরিন ক্যাবলে বাংলাদেশ বর্তমানে সাউথ এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৪ এবং সাউথইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫ নামে দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যুক্ত রয়েছে। বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের কারণে দেশে ব্যান্ডউইডথের ব্যবহার বেড়ে যাওয়ায় এখন তৃতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে হচ্ছে বাংলাদেশকে।
বিএসসিসিএল জানিয়েছে, দেশে ফাইভজি সেবা চালু হলে আন্তর্জাতিক ব্যান্ডউইডথের চাহিদা ব্যাপক হারে বাড়বে। ফলে ক্রমবর্ধমান চাহিদা চালুকৃত দুই সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পূরণ করা সম্ভব হবে না। এ কারণে সরকার দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
সান নিউজ/এফএইচপি