সান নিউজ ডেস্কঃ গুগল অবশেষে ডেস্কটপে সার্চের ক্ষেত্রে ডার্ক মোড ফিচার চালু করল। ২০২০ ডিসেম্বরে এটির পরীক্ষা শুরু হলেও এখন আনুষ্ঠানিকভাবে ফিচারটি চালু করা হয়।
গুগলের প্রোডাক্ট সাপোর্ট ম্যানেজার এক বিবৃতিতে বলেছেন, কিছুদিনের মধ্যে সব ব্যবহারকারী নতুন ফিচারটি উপভোগ করতে পারবেন। আর এটি চালু করতে প্রথমে সেটিংস, এরপর সার্চ সেটিংসে যেতে হবে। সেখানে অ্যাপেয়ারেন্স থেকে ‘ডার্ক’ নির্বাচন করে দিতে হবে।
ডিভাইস ডিফল্ট অপশন চালু করে রাখলে স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসের সেটিংস অনুযায়ী থিম পরিবর্তন হবে বলেও জানানো হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, অনেক ব্যবহারকারী ‘সান আইকন’ দেখতে পাচ্ছেন, সেটিংস পেজে না গিয়ে সেটি চালু-বন্ধ করেই থিম পরিবর্তন করতে পারছেন তারা। তবে সান আইকন আনুষ্ঠানিক আপডেটের অংশ নাকি ভিন্ন পরীক্ষা তা এখনো জানা যায়নি।
সান নিউজ/এমএইচ