নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের যুবসমাজের মধ্যে ৮৬ ভাগ তরুণ স্মার্টফোন ব্যবহার করেন। তাদের মধ্যে ৭২ ভাগেরও বেশি তরুণ ইন্টারনেট ব্যবহার করেন। বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপের তথ্য অনুযায়ী, মাত্র ২৮ ভাগ তরুণ কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান করেন।
'দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থানের বিষয়ে তরুণদের ধারণা শীর্ষক একটি জপির পরিচালনা করেছে। জরিপে দেখা গেছে, ৬৫ ভাগ অংশগ্রহণকারী তরুণ ফেসবুককে জনসচেতনতা বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকর ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে মনে করেন।'
সান নিউজ/এমএইচ