সান নিউজ ডেস্ক: জীবনযাপন দিন দিন ডিজিটাল হওয়ার পাশাপাশি বাড়ছে সাইবার অপরাধও। সাইবার অপরাধ ঠেকাতে নিয়ম ও নিরাপত্তা শর্তে নিয়মিত পরিবর্তন আনে সার্চ ইঞ্জিন গুগল। ইতোমধ্যে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তায় ইমেজ সার্চে বিশেষ ফিচার যোগ করেছে গুগল।
নতুন যুক্ত এই নিরাপত্তা বৈশিষ্ট্যে ইমেজ সার্চ থেকে ১৮ বছরের চেয়ে কম বয়সীদের ছবি সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে। যেসব অভিভাবকরা চান না, তাদের সন্তানদের ছবি গুগলে দেখানো হোক, বিষয়টি তারা শুধু গুগলকে জানালেই হবে। এক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক গ্রাহক নিজে অথবা তাদের অভিভাবকরা নিজস্ব ইমেল আইডি থেকে গুগল কর্তৃপক্ষকে এই অনুরোধ জানাতে পারেন।
তবে গুগলের এই সুবিধা শুধু ইমেজ সার্চেই সীমাবদ্ধ থাকবে। কোনো ওয়েবসাইটে ছবি ব্যবহার করা হলে সেটি সরানোর দায় গুগল নেবে না। যদিও গুগল দাবি করছে, এই ফিচারের মাধ্যমেই অনেকাংশে বিপদমুক্ত হওয়া যাবে। কেননা, অপরাধীরা টার্গেট ব্যক্তিকে নজরে রাখতে ইমেজ সার্চ অপশনই ব্যবহার করে।
গুগলের নতুন এই সুবিধা শুধু গুগল সার্চে নয়, ইউটিউব, গুগল সার্চ অ্যাপ এবং গুগল অ্যাসিস্ট্যান্টেও থাকবে।
কমবয়সীদের পড়াশোনার সুবিধার্থে সেফটি সার্চ অপশন আগেই যুক্ত করেছিল গুগল। অ্যাকাউন্টে এটি চালু থাকলে গ্রাহককে অনাকাঙ্খিত বিষয়বস্তু থেকেও দূরে রাখবে গুগল। এছাড়া গুগল প্লে স্টোরেও বিশেষ নিরাপত্তা বিভাগ রেখেছে গুগল, যার মাধ্যমে ছেলেমেয়েরা কী খোঁজাখুঁজি করছে, তা জানতে পারবেন মা-বাবা।
সান নিউজ/এমএম