সান নিউজ ডেস্ক : কিছুদিন আগে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ ১১ অবমুক্ত করেছে মাইক্রোসফট। আর এরই মধ্যে নকল উইন্ডোজ ১১ তৈরি করেছে হ্যাকাররা। যা ডাউনলোড করে ইনস্টল করলেই হ্যাকারদের খপ্পরে পড়তে পারেন ব্যবহারকারীরা। অ্যান্টিভাইরাস প্রস্তুতকারক সংস্থা ক্যাসপারস্কির রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।
রিপোর্টে জানানো হয়েছে, নকল উইন্ডোজ ১১ ইনস্টল করার পরিমান আগের তুলনায় অনেকটাই বেড়েছে। আর এতে কম্পিউটারগুলোতে অ্যাডওয়্যার এবং সেই সম্পর্কিত ম্যালওয়্যার অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। হ্যাকাররা ইউজারদের কাছে উইন্ডোজ ১১ এর ইনস্টলার লিঙ্ক সরবরাহ করছে। আর এই লিঙ্কে যেয়ে উইন্ডোজ ১১ ইনস্টল করলেই হ্যাকারদের আয়ত্তে চলে আসছে ইউজারের কম্পিউটারটি।
এর থেকে বাঁচার উপায়?
রিপোর্টে ইউজারদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের লিঙ্কে ক্লিক করে নকল উইন্ডোজ ১১ ডাউনলোড এবং ইনস্টল করলেই হ্যাকারদের খপ্পরে পড়তে হবে। একমাত্র মাইক্রোসফটের ওয়েবসাইট থেকেই উইন্ডোজ ১১ ডাউনলোড এবং ইনস্টল করলে এই বিপদ থেকে বাঁচা যাবে।
সান নিউজ/ এমএইচআর