সান নিউজ ডেস্ক : আইফোনের পরবর্তী সব মডেলের ডিসপ্লেতে লো টেম্পারেচার পলিক্রিস্টালিন অক্সাইড (এলটিপিও) প্যানেল ব্যবহার করা হবে। অ্যাপল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
পরবর্তী সিরিজে এলটিপিও ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত করা হলে এর টাচ রেসপন্স আরো উন্নত হবে। বিশেষ করে গেমাররা গেমিংয়ে ভালো অভিজ্ঞতা পাবেন।
অ্যাপলে নতুন প্রযুক্তির ডিসপ্লে সরবরাহ করবে এলজি। এরই মধ্যে এ ডিসপ্লে উৎপাদনে প্রয়োজনীয় পণ্য সংগ্রহে অ্যাভাকোর সঙ্গে আলোচনাও করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু অ্যাপল ডিসপ্লে উৎপাদনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। তবে ডিসপ্লে উৎপাদনে এলজির যে প্রস্তুতি চলছে, তাতে সংশ্লিষ্টরা ধারণা করছে শিগগিরই সিদ্ধান্ত চলে আসবে।
সান নিউজ/ এমএইচআর