সান নিউজ ডেস্ক : অনলাইনের ছোট্ট বই বিক্রেতা থেকে অ্যামাজনের মতো বৃহৎ প্রতিষ্ঠান যার হাতে গড়ে উঠেছিলো সেই জেফ বেজোস সোমবার (৫ জুলাই) অ্যামাজনের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
সিইও পদ ছাড়লেও প্রযুক্তি ও ই-কমার্স সংস্থার সবথেকে বড় শেয়ারের মালিকানা থাকছে বেজোসের কাছে। কিন্তু সিইও পদ ছাড়ার পর অ্যামাজনের নীতি সংক্রান্ত বিষয়ে তার ভূমিকা কী হবে, তা এখনও স্পষ্ট নয়। বেজোস নিজেও সে বিষয়ে খোলসা করেননি।
আগামী ২০ জুলাই তিনি ভাই এবং সবচেয়ে ভালো বন্ধু মার্কের সঙ্গে মহাকাশে যাচ্ছেন। বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণ শুরুর পরিকল্পনা রয়েছে বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’-এর।
পাশাপাশি অ্যামাজনের তহবিলে বৈদ্যুতিক পিকআপ তৈরির প্রকল্প হাতে নিয়েছেন। এছাড়া হলিউড তারকা ডোয়েন জনসনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন বেজোস। সমুদ্রের ধারে হাসি মুখে দেখা যাচ্ছে দুজনকে। তারা জানিয়েছেন, অ্যামাজন স্টুডিয়োজ-এর ব্যানারে একটি সিনেমা করছেন তারা। অর্থাৎ এ বার সিনেমায়ও নজর দিচ্ছেন বেজোস।
সান নিউজ/এমএইচআর